Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কানাডায় ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৪ এএম

কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরি হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করার ঘটনায় সন্দেভাজন এক ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ার পর হাসপাতালে মারা গেছেন বলে কানাডীয় পুলিশ জানিয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার বিকেলে সাসকাচুয়ান প্রদেশেরই রসটার্ন শহরে গাড়ি নিয়ে ধাওয়া করে মাইলস স্যান্ডারসনকে ( ৩২) গ্রেপ্তার করা হয়।
ঘটনাস্থল থেকে ফুটেজে দেখা যাচ্ছে, একটি সাদা এসইউভি রাস্তা থেকে ছুটে যাচ্ছে এবং রোস্টারন শহরের কাছে পুলিশ ক্রুজারগুলো ঘিরে রেখেছে।
সহকারী পুলিশ কমিশনার রন্ডা ব্ল্যাকমোর বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, স্যান্ডারসন এক বাড়ির বাইরে থেকে একটি গাড়ি চুরি করেছেন বলে খবর পেয়েছিলেন তারা। ওই গাড়ি নিয়ে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতি তুলে পালানোর চেষ্টা করছিলেন স্যান্ডারসন।
পুলিশ তখন ধাওয়া করে রসটার্ন শহরের কাছে তাকে ধরে ফেলে এবং সেই এসইউভির ভেতরে একটি ছুরি পাওয়া যায়।
‘গ্রেপ্তারের পরপরই স্যান্ডারসন অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’ সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ