Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যেগে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৮ পিএম

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরে উদ্যোগে ও নেভী এনকোরেজ স্কুল এন্ড কলেজ ঢাকার সার্বিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনীর মধ্যে দিয়ে আজ প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযতœ আউটডোর কাউন্সিলিং সেন্টারের ব্যানারে নেভী এনকোরেজ স্কুল এন্ড কলেজ ঢাকার অডিটোরিয়ামে এ সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়। ৩ দিনব্যাপি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নেভী এনকোরেজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. ইসমাইল, এনইউপি (বি.এন)।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পাঠদান করে আজ তারা মোবাইল ও ল্যাপটপের প্রতি আসক্ত হয়ে পড়েছে। তাই ডিজিটাল লাইফের প্রতি নির্ভরশীলতা কমিয়ে নিজেদের জীবন যাতে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি এ বিষয়রে উপর গুরুত্ব দিতে হবে। পাশাপশি তিনি শিক্ষার্থীদের শারীরিক কর্মকান্ড যেমন খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাজ্ঞুলী ঢাকা আহসানিয়া মিশনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আফরোজা হোসেন। এসময় তিনি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক কতটা গুরুত্বপূর্ণ এবিষয়ে আলোকপাত করেন। এবং চাপ, রাগ উদ্বেগ ব্যবস্থাপনা করার প্রয়োজনীয়তা এবং উপায় সম্পর্কে জানান। এসময় আলোচক হিসেবে আরোও উপস্থিত ছিলেন, এসাসিয়েট প্রফেসর সৈয়দ তানভির রহমান ও এসিস্টেন্ট প্রফেসর মোঃ সেলিম হোসেন। পরবর্তীতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

তিনদিনের এই কার্যক্রমে নেভী এনকোরেজ স্কুল এন্ড কলেজ ঢাকার ৮০০ জন শিক্ষার্থী, ৮০ জন শিক্ষক এবং ২০০ জন অভিবাবক অংশ গ্রহন করবেন। এ কার্যক্রম চাপ, উদ্বেগ, রাগ নিয়ন্ত্রন এবং প্যারেন্টিং স্টাইলের উপর সচেতনতামূলক প্রশিক্ষণ উপস্থাপন করা হয়। পরবর্তীতে ছাত্র ছাত্রীদের মধ্যে উদ্বেগ, রাগ, সামজ বিমূখ্যতা ও দূর্দশা পরিমাপক স্কেল পরিমাপ করা হয়। এবং বিভিন্ন বিষয়ের উপর কুইজ পরিচালনা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্যক্রম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ