Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে লাফজের মানবিক কার্যক্রম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

রমজানে সুবিধা বঞ্চিত মানুষকে অর্থ, খাবার এবং কাপড় বিতরণ করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে প্রশান্তি লাভ করা যায়। লাইফস্টাইল ব্র্যান্ড লাফজ সবসময়ই সততা ও শুদ্ধতাকে উৎসাহিত করে। এই প্রতিষ্ঠানটি তাদের হালাল পণ্যের মাধ্যমে ভোক্তাদের কাছে খাঁটি পণ্য সরবরাহে অঙ্গীকারাবদ্ধ বলে তাদের কার্যক্রম এগিয়ে নেবার ইচ্ছায় এই রমজানে আশ্রয় ফাউন্ডেশনের সঙ্গে বাস্তুহীনদের সহায়তায় হাত বাড়িয়ে দেবার আশা পোষণ করছে। লাফজ বিশ্বব্যাপী বাংলাদেশসহ অনেক দেশের উন্নয়নে তাদের ব্যবসা সফলভাবে পরিচালনার মধ্য দিয়ে ভূমিকা রাখতে চায়। আশ্রয় ফাউন্ডেশন দারিদ্র্য দূর করা এবং দরিদ্র শিশুদের বিনা খরচে শিক্ষিত করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। লাফজ (সিঙ্গাপুরের ব্র্যান্ড) বাংলাদেশে হালাল ও খাঁটি স্কিন কেয়ার ও কালার কসমেটিক্স বাজারজাত করে থাকে। এই রমজানে লাফজ ‘গিফট এ স্মাইল’ নামে একটি কার্যক্রম শুরু করেছে। এতে আছে বিভিন্ন মূল্য ও ধরণের পণ্যের তিনটি গিফট বক্স। ক্রেতা একটি পণ্য কিনলেই তা থেকে ২৫ শতাংশ দরিদ্র শিশুদের শিক্ষায় দান করা হবে। লাফজ বর্তমান ও ভবিষ্যতে এমন আরও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার ইচ্ছা পোষণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজানে লাফজের মানবিক কার্যক্রম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ