Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সুযোগ হারানোর মূল্য দিয়েছে বার্সা’

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এমনিতেই সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। মাঝে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা বাদ দিলে টানা চার ম্যাচ জয়হীন তারা। তবে কাতালান ভক্তদের মনে সবচেয়ে বড় ক্ষতটা তৈরী হয়েছে পরশু এল ক্ল্যাসিকোর ম্যাচটি। ঘরের মাঠে চিপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে থেকেও সার্জিও রামেসের শেষ সময়ের গোলে ১-১ ব্যবধানের ফল নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সাকে। ফলে লিগে বেশ কঠিন অবস্থায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সাথে যোগ হয়েছে কিছু উটকো ঝামেলা।
প্রথমার্ধে বার্সা ঘুম পড়ানি ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার পাশাপাশি অনেকগুলো সুযোগ পায় বার্সেলোনা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি মেসি-নেইমাররা। যার মূল্য দিতে হয়েছে পয়েন্ট খুঁইয়ে। দলের কোচ লুইস এনরিকেও এমনটিই মনে করেন, ‘বেশি বেশি পয়েন্ট পেতে আমাদের আরো উন্নতি করতে হবে, বিশেষ করে নিজেদের মাঠে। কারণ আমরা লক্ষ্য থেকে অনেক দূরে আছি।’ স্প্যানিশ কোচ বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো দল ছিলাম। কিন্তু দ্বিতীয় গোল পায়নি এবং শেষে তারা সমতা ফিরিয়েছে। জয় আমাদের প্রাপ্য ছিল।’
প্রতিপক্ষ কোচ জিনেদিন জিদানের কণ্ঠে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারায় স্বস্তি, ‘এটা স্রেফ এক পয়েন্ট হলেও এখানে (ন্যু ক্যাম্পে) এটা পাওয়া সহজ নয়।’ বার্সার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তার দল। তবুও আত্মতুষ্টিতে ভুগছেন না সাবেক রিয়াল তারকা, ‘আমরা ৬ পয়েন্টে এগিয়ে আছি ঠিকই কিন্তু এটা কোন কিছুই পরিবর্তন করবে না। আমার মনে হয় না এটা বার্সেলোনার আত্মবিশ্বাসে আঘাত হানবে।’ যার গোলে শেষ মুহূর্তে স্বস্তি ফেরে বার্নাব্যু শিবিরে সেই রামোসকে ব্যাখ্যা করতে গিয়ে জিজু বলেন, ‘রামোস আমাকে বিস্মিত করেনি। সে কখনও হাল ছেড়ে দেয় না। সে ওখানে ছিল গোল করার জন্য এবং আমি এজন্য খুশি।’
পয়েন্ট হারানোর হতাশার সাথে বার্সাকে মূল্য দিতে হতে পারে দর্শক কাÐে। ম্যাচ চলাকালিন সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সমকামী বিদ্বেসী মন্তব্য করে কাতালান ভক্তরা। এ নিয়ে গানও বাঁধে তারা। ‘স্বীকার কর হে ক্রিশ্চিয়ানো যে তুমি সমকামী’ গানের সুরে কন্ঠ মেলায় স্বাগতিক অনেক ভক্তরা। অনেক সমর্থকরা রোনালদোকে দুয়োও দেয়। এজন্য ঝামেলার মুখোমুখি হতে পারে ক্লাবটি। এরকম অপরাধে এর আগে জরিমানা গুণতে হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল চিলি ও প্যারাগুয়েকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ