Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসেল-ব্রাদার্স ম্যাচ ড্র

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দু’দলের লড়াইটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ম্যাচের ২৯ মিনিটে গোল করে ব্রাদার্সকে এগিয়ে নেন হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন (১-০)। ৫৯ মিনিটে তার করা দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় ব্রাদার্স (২-০)। তবে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রাসেলকে ম্যাচে ফেরান মিন্টু শেখ (১-২)। ৭৫ মিনিটে রাসেলের ক্যামেরুনের ডিফেন্ডার জুলিয়াস ইকঙ্গা গোল করে সমতা আনেন (২-২)। এই ড্র’তে ১৮ ম্যাচ শেষে ব্রাদার্স ২৩ ও শেখ রাসেল ২০ পয়েন্ট করে পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসেল

৩০ এপ্রিল, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ