Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল স্মরণে গতকাল শুরু হয়েছে শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের খেলা। পল্টন ময়দানে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথমদিনের খেলায় জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস একাডেমি ও গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি। গোপালগঞ্জ টাইব্রেকারে ৪-২ গোলে হারায় এফসি ব্রাহ্মণবাড়িয়াকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র ছিল। দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল স্পোর্টস একাডেমি ৫-০ গোলে হারায় নসরুল হামিদ স্পোর্টস একাডেমিকে।
এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেখ রাসেল স্পোর্টস একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা ও প্রতিষ্ঠাতা শাহজাহান কবিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ রাসেল

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ