Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় পেল কেবল শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হলেও কেবল জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এদিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মহিউর রহমান স্টেডিয়ামে শেখ রাসেল ৩-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। বিজয়ী দলের দিপক রায় দুটি এবং ঘানার ফরোয়ার্ড রিচার্ড গাদজে একটি গোল করেন। রহমতগঞ্জের হয়ে পেনাল্টি থেকে এক গোল শোধ দেন তাজিকিস্তানের ডিফেন্ডার আসররভ। এই জয়ে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীকে হটিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে এলো শেখ রাসেল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।
এদিকে আগের ম্যাচে অঘটনের শিকার মোহামেডান কাল পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাদাকালোর অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে গোল করে দলকে এগিয়ে দেন। পুলিশের আইভরিকোস্টের ক্রিশ্চিয়ান কোয়াকো গোল করে ম্যাচ ড্র করেন। এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে মোহামেডান। সমান পয়েণ্ট নিয়ে গোল গড়ে পরের স্থানে পুলিশ। এছাড়া গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছে আগের ম্যাচে মোহামেডানকে হারানো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারিকুল ইসলাম গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নিলেও চট্টগ্রামের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্যান্ডি অগস্টিন গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করেন। এই ড্রয়ে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে এলো চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ রাসেল

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ