Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যালিফোর্নিয়ায় ফের ছড়িয়েছে দাবানল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আবারও ছড়িয়ে পড়েছে দাবানল। উত্তপ্ত আবহাওয়ায় এক হাজার একরের বেশি জমিতে দাবানল দ্রুতগতিতে ছড়াতে থাকায় ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে সিস্কিউ কাউন্টি দমকল বিভাগ। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। পরিস্থিতি বিবেচনায় উইড, লেক শাস্টিনা ও এজউডসহ কয়েকটি শহর বাধ্যতামূলকভাবে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি স্থানীয় স্কুল থেকে শিশুদের বাসে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যালিফোর্নিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ