Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাককিনি ফায়ারের বিস্তৃতি ক্যালিফোর্নিয়ার উত্তরে

সর্বোচ্চ সতকর্তা : ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে দাবানল যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গ রাজ্যের উত্তরে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে ম্যাককিনি ফায়ার নামের একটি দাবানল। শুক্রবার এ দাবানলটি ছড়িয়ে পড়তে শুরু করলেও এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানায়, যুক্তরাষ্ট্রে এ বছরের সবচেয়ে বড় দাবানলে রূপ নিয়েছে ম্যাককিনি ফায়ার। ক্লামথ ন্যাশনাল পার্ক থেকে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যে ২১ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ক্লামথ নদীর তীরে থাকা অসংখ্য বাড়ি-ঘর আগুনে ধ্বংস হয়েছে। পাশের শহর ইয়েরকা থেকে লোকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। জানা গেছে এখন পর্যন্ত আগুন থেকে বাঁচতে দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়া ক্রমাগত খরা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে দাবানল পরিস্থিতি নতুন করে বিপদের জানান দিচ্ছে। পরিস্থিতি এতোটাই খারাপের দিকে যাচ্ছে যে শনিবার রাজ্যটির উত্তরের সিস্কিউ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম। গ্যাভিন নিউজম বলেন, শুকনো কাঠ ও পাতা, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে সম্ভাব্য বজ্রপাতের ফলে আগামী দিনে আরও দাবানল হতে পারে। ইউএস ফরেস্ট সার্ভিস সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতি আগুন নেভানোর কাজ করা কর্মীদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বিশেষ করে বাতাসের কারণে আগুন আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। যার কারণে এই আগুন যেকোনো দিকে ছড়িয়ে পড়তে পারে। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে দাবানল। তীব্র গরম ও বাতাসের কারণে এমনটি ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া এবং মন্টানায় রাতারাতি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় শতাধিক বাড়ি খালি করার নির্দেশ দেয়া হয়। আইডাহোতেও বাড়ছে দাবানল। ক্যালিফোর্নিয়ার ক্লামাথ ন্যাশনাল ফরেস্টে ম্যাককিনির আগুন শুক্রবার থেকে শুরু হয়ে শনিবারের মধ্যে এক বর্গ কিলোমিটার থেকে ১৬০ বর্গ কিলোমিটারেরও বেশি ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এটি ওরেগন স্টেট লাইনের কাছে গ্রামীণ অঞ্চলে পৌঁছে গিয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা শুষ্ক বজ্রপাত এবং শক্তিশালী বাতাসের হুমকির কারণে এই অঞ্চলে লাল-পতাকা সতর্কতা জারি করেছে। এর অর্থ হলো আগুন যেকোনো সময়ে যেকোনো দিকে ছড়িয়ে পড়তে পারে। এটি অগ্নিনির্বাপকদের জন্য অত্যন্ত বিপজ্জনক। ক্লামাথ ন্যাশনাল ফরেস্টের মুখপাত্র ক্যারোলিন কুইন্টানিলা বলেন, এটি এই অঞ্চলের অনিয়মিত বাতাস এবং বজ্রপাতের সাথে বাড়তে থাকে এবং আমরা এখন তিন অঙ্কের তাপমাত্রায় আছি। মন্টানায় এলমো দাবানলের আকার প্রায় তিনগুণ বেড়ে প্রায় ২৮ বর্গ কিলোমিটারে পৌঁছেছে। দক্ষিণ দিকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে, আইডাহোর অধিবাসীদের বাড়ি ঘর খালি করার নির্দেশ এখনো জারি রয়েছে। ক্যালিফোর্নিয়ার সিস্কিইউ কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র কোর্টনি ক্রেইডার বলেন, ‘আমরা পুরো এলাকার বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলছি। ওরেগন রাজ্যের প্রতিনিধি ড্যাসিয়া গ্রেবার (যিনি ক্যালিফোর্নিয়া স্টেট লাইনের ফায়ার সার্ভিসেও কাজ করেন) বলেন, এটা তার দেখা সবচেয়ে খারাপ ধরনের দাবানল। বিবিসি, সিবিএস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাককিনি ফায়ারের বিস্তৃতি ক্যালিফোর্নিয়ার উত্তরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ