Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেট্রলচালিত গাড়ি নিষিদ্ধ করছে ক্যালিফোর্নিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

২০৩৫ সালের মধ্যে নতুন পেট্রলচালিত যানবাহন বিক্রি নিষিদ্ধ করবে ক্যালিফোর্নিয়া। আবহাওয়া পরিবর্তন মোকাবেলায় এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটি। খবর অনুসারে, নতুন নিয়মের লক্ষ্য, অটোমোবাইল সংস্থাগুলোকে পরিবেশবান্ধব গাড়ি উৎপাদন ত্বরান্বিত করতে বাধ্য করা। ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের ঘোষিত জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য হিসেবে এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ডের (সিএআরবি) নীতি অনুসারে, ২০২৬ সালের মধ্যে অঙ্গরাজ্যটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির ৩৫ শতাংশ বিদ্যুচ্চালিত, হাইব্রিড কিংবা হাইড্রোজেনচালিত হতে হবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ৬৮ এবং ২০৩৫ সালের মধ্যে এটি ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সিএআরবির। সিএআরবির চেয়ারম্যান লেইন র‌্যান্ডলপ বলেন, এ পদক্ষেপ ক্যালিফোর্নিয়ার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের অংশীদার অঙ্গরাজ্য এবং বিশ্বের জন্য আমরা কার্বন নিঃসরণ শূন্যে নামানোর একটি পথ নির্ধারণ করেছি। সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেট্রলচালিত গাড়ি নিষিদ্ধ করছে ক্যালিফোর্নিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ