মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ইউক্রেন সঙ্কটের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে যুক্তরাষ্ট্র। তারা এ সঙ্কটের অন্যতম স্রষ্টা। বিশ্বের উচিত বিষয়টি নিয়ে চিন্তা করা।
চীনা মুখপাত্র বলেন, ইউরোপ ও আমেরিকান বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম ১০ গুণ বেড়েছে। ইউএস বিজনেস ইনসাইডারের ভাষ্য অনুসারে, মার্কিন কোম্পানিগুলো প্রতিটি ইউরোপগামী তরলীকৃত প্রাকৃতিক গ্যাসভর্তি (এলএনজি) জাহাজে অস্বাভাবিক হারে মুনাফা করছে।
স্পষ্টতই, এখন মার্কিন অস্ত্র ব্যবসায়ী ও শস্যবিক্রেতারা ইউক্রেন সংকট কাজে লাগিয়ে, তাদের মিত্রদের কাছ থেকে বিপুল অংকের মুনাফা অর্জন করছে।
মুখপাত্র বলেন, ইউরোপের সাধারণ মানুষ বিদ্যুতের ঊর্ধ্বগতি, নিম্ন তাপমাত্রা, এমনকি লোডশেডিং-এর মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ প্রেক্ষাপটেই প্রাক্তন ব্রিটিশ এমপি গ্যালোওয়ে বলেছেন, ‘আমেরিকা চায় রক্তের শেষ ফোঁটা পর্যন্ত ইউক্রেন লড়াই চালিয়ে যাক। শেষ পর্যন্ত ইউরোপকেও তার শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে।’ সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।