Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে নানার বাড়ি বেড়াতে এসে ধানক্ষেতের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৮:০০ পিএম

কুড়িগ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে বাড়ীর সাথে ধানক্ষেতের পানিতে পড়ে হামিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ভরসার মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শিশুটি সদরের বেলগাছা ইউনিয়নের বেলগাছা গ্রামের আব্দুল হামিদের ছেল।

নিহতের নানা আদর্শ পৌর বাজারের ফল ব্যবসায়ী নিজামুদ্দিন জানান, শুক্রবার বিকেলের দিকে বাড়ীর ঘরের ভিতরে হামিম না থাকায় সকলে তাকে খুঁজতে থাকে। এর পর বাড়ীর সাথে থাকা ধানক্ষেত দেখতে গেলে তাকে পানির উপর ভেসে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান সকলের অজান্তে আমার বাড়ীর পিছনে ধানক্ষেতে কখন যে পড়েছে আমরা জানিনা। সে নানা বাড়ীতে বেড়াতে এসে কিছু দিন ধরে এখানে রয়েছে। পরে বিকেলের পরে তাকে উত্তরকামার কবরস্থানে দাফন করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ