Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৬:৩৫ পিএম

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ওমর ফারুক সোহান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চর এলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বসু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সোহান একই বাড়ির ওসমানের ছেলে।

নিহতের নানা আমির হোসেন জানান, শনিবার দুপুরের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন সোহানের মাসহ পরিবারের অন্য সদস্যরা। এর মধ্যেই কোনো এক সময় তাদের অজান্তে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে নিখোঁজ হয় শিশু সোহান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসরের নামাজের পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেনি 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ