Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

২২৬টি হিমারস রকেট প্রতিহত করেছে রুশ সেনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৪ পিএম

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে গত মাসে প্রায় ১৯০টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তৈরি হিমারস সিস্টেমের ২২৬টি রকেট হামলা প্রতিহত করেছে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শোইগু বলেন, ‘গত মাসে, ইউক্রেনের ব্রিগেড-এবং ব্যাটালিয়ন-স্তরের ১৭৪টি কমান্ড পোস্টে আঘাত করা হয়েছিল এবং ৬০১টি ভারী অস্ত্র ও আর্টিলারি সিস্টেম ধ্বংস করা হয়েছিল, যার বেশিরভাগই পশ্চিমাদের তৈরি। মোট ১৯টি বিমান, ৬টি হেলিকপ্টার এবং ১৮৮টি মনুষ্যবিহীন বিমান গুলি করে নামানো হয়েছিল এবং ২২৬টি হিমারস রকেট প্রতিহত করা হয়েছে।’

ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে ইউক্রেনে বিদেশী ভাড়াটে সৈন্যদের প্রবাহ কমেছে। বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে তাদের সংখ্যা সাড়ে তিন গুণেরও বেশি কমে গেছে। উপরন্তু, এই সময়ের মধ্যে, রাশিয়ান সৈন্যরা কিয়েভ সরকারের পক্ষে যুদ্ধরত প্রায় ৩ হাজার বিদেশী জঙ্গিকে নির্মূল করেছে, শোইগু বলেছেন।

প্রতিরক্ষা প্রধান বলেছেন, ‘আমরা ডনবাসকে মুক্ত করা এবং রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার নিশ্চয়তা দেয় এমন পরিস্থিতি তৈরি করা চালিয়ে যাব।’ সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ সেনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ