Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারত-পাকিস্তানকেও বিদায় করে দিতে পারে আফগানিস্তান’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এশিয়া কাপে এ পর্যন্ত দুই ম্যাচই জিতে শেষ চারে উঠেছে আফগানিস্তান। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বলতে গেলে পাত্তাই দেয়নি, গতপরশু রাতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাতেও অসুবিধা হয়নি মোহাম্মদ নবীর দলের। টি-টোয়েন্টিতে আফগানিস্তান এমনিতেই ভালো দল, তবে এশিয়া কাপে যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলছে, তাতে ভারত-পাকিস্তানের মতো বড় দলগুলো দুশ্চিন্তায় পড়তেই পারে। ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা ঠিক এ বিষয়ই স্মরণ করিয়ে দিয়েছেন। আফগানিস্তানের প্রশংসা করে জাদেজা বলেছেন, আফগানিস্তান যদি ভারত কিংবা পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বিদায় করে দেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। অলৌকিক কিছু না ঘটলে ‘এ’ গ্রæপ থেকে ভারত ও পাকিস্তানের শেষ চারে ওঠা মোটামুটি নিশ্চিত। এই গ্রæপে অন্য দল হংকং শক্তিতে ভারত ও পাকিস্তানের ধারেকাছেও নেই এবং প্রতিটি গ্রæপ থেকে দুটি করে দল উঠবে শেষ চারে। আর শেষ চারে উপমহাদেশের দুই পরাশক্তিরই মুখোমুখি হবে আফগানিস্তান। ঝুঁকিটা তাই দেখছেন অজয় জাদেজা।
সংবাদমাধ্যম ক্রিকবাজকে জাদেজা বলেছেন, ‘শেষ চারে এই দলের (আফগানিস্তান) বিপক্ষে সতর্ক থাকা উচিত অন্য দলগুলোর। তাদের বিপক্ষে খেলে বড় দলগুলো বিদায় নিলে আমি অন্তত অবাক হব না।’ আফগানিস্তানের বোলিংকে বড় শক্তি হিসেবে দেখছেন ভারতের হয়ে ১৫ টেস্ট ও ১৯৬ ওয়ানডে খেলা জাদেজা, ‘তাদের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। বোলিংয়ে কী করতে পারে, সেটা সবারই জানা। ভারত কিংবা পাকিস্তান (তাদের বিপক্ষে) ২ উইকেটে ২০ রান তুললে এরপর তারা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে না। সেই সামর্থ্য আছে দলটির।’
জাদেজা মনে করেন, আফগানিস্তানের ব্যাটিংও ভালো। বড় দলগুলোর তাই আফগানিস্তানের শক্তিমত্তা নিয়ে ভালোভাবে হোমওয়ার্ক করে মাঠে নামা উচিত, ‘ব্যাটিংয়ে তারা দেখিয়েছে, ওপেনাররা একটা নির্দিষ্ট প্রথায় ব্যাট করতে পারে। ভারত ও পাকিস্তান দলের বিশ্লেষকেরা তাদের নিয়ে কী পরিকল্পনা করবে? তারা (ব্যাটসম্যানরা) চমকে দিতে পারে এবং গোটা দল তো অবশ্যই পারে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ