বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে রিক্তা খাতুন (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে তার স্বামী আকাশ ওরফে আসাদুল।
ঘটনাটি ঘটছে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত রিক্তা খাতুন শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়ে এবং আকাশ খান ওরফে আসাদুল ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।
নিহতের মা রোকেয়া খাতুন অভিযোগ করে জানায়, আমার মেয়ের স্বামী আকাশ বিদেশ (মালয়েশিয়া) ছিলো। ১০ দিন আগে সে বাড়িতে আসে। মঙ্গলবার সকালে মেয়ে তার শ্বশুরবাড়ি বৃৃষ্টিপুরে তরকারি কাটছিলো। হটাৎ করেই জামাই এসে বঠির আছাড় দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট ক্লিনিকে পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমি খবর পেয়ে হাসপাতালে মেয়ের কাছে আসি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেলা ৩টার দিকে রিক্তা মারা যায়।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, পারিবারিক কলহের কারণে স্বামীর বঠির আঘাতে গৃহবধূ খুন হয়েছে। শুনে ঘটস্থলে গিয়েছিল। পুলিশ অভিযানে আছে ঘাতক আকশ ওরফে আসাদুলকে আটকের জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।