Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র সিরিয়ায় বড় ধরনের লুণ্ঠন চালাচ্ছে: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ৭:২৫ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় বড় আকারে লুণ্ঠন কার্যক্রম চালাচ্ছে। ফলে, সিরিয়ার জনগণ গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হয়েছে।

মুখপাত্র বলেন, বিশ্বে সবচেয়ে ধনী দেশ একটি দরিদ্রতম দেশের সম্পদ লুঠ করছে, যা ভীষণ অন্যায়। তা ছাড়া, মার্কিন হস্তক্ষেপের কারণে সিরিয়ায় অসংখ্য বেসামরিক লোক হতাহত হয়েছে এবং বিপুল সম্পদ নষ্ট হয়েছে। ইতোমধ্যে ১ কোটি ২০ লাখেরও বেশি সিরিয়ান গৃহহারা হয়েছে।

চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তার নিজের যুদ্ধাপরাধের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করা, সিরিয়ায় তার অবৈধ মোতায়েন ও সামরিক অভিযান বন্ধ করা, এবং সিরিয়ার বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

উল্লেখ্য, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে সম্প্রতি জানায়, ২০১১ সালে সিরিয়া যুদ্ধের শুরু থেকে চলতি বছরের জুন পর্যন্ত, সিরিয়ায় মার্কিন অপতত্পরতার কারণে ১০৭.১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ