বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে কাদামাটি ও খানা-খন্দে ভরপুর রাস্তা সংস্করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ টু রংপুর আঞ্চলিক সড়কে শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।
জানা গেছে বিদ্যালয়ে প্রবেশ পথে প্রায় ১০০ মিটার রাস্তার ভগ্নদশা বিরাজ করছে দীর্ঘদিন থেকে। রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য লোক ও বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী যাতায়াত করেন। সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটু পানি জমে। এতে বিদ্যালয়ে যাতায়াত করার সময় শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ লোকজন চরম দুরাবস্থায় পতিত হয়। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে রাস্তাটি সংস্কার করা না হলে বিদ্যালয়ের প্রবেশ মুখে লাগাতর অবরোধ গড়ে তোলা হবে।
মানববন্ধনে সংহতি জানিয়ে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বলেন, এরাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। তারপরও কেন জানি কাজ হচ্ছে না। এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এ নেতা।
বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শহীদ বলেন, এটি মূলত দীর্ঘদিনের সমস্যা। স্কুলের প্েরবশ পথটিতে সামান্য বৃষ্টিতেই হাটু পানি জমে। রাস্তাটি দ্রুত মেরামত করে শিক্ষার্থী -শিক্ষক -কর্মচারী ও সাধারণ লোকজনের চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি। এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলনে আমিও একমত। এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি নিয়ে এর আগে এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার না হওয়ার ক্ষোভে শিক্ষার্থীরা মানববন্ধন করতে বাধ্য হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।