মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের সিচুয়ান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে রাতারাতি ৪৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
গ্লোবাল টাইমস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের চেংডু, গুয়াংইয়ুয়ান এবং গারজে তিব্বতসহ সাতটি শহর ও এর আশপাশের এলাকায় গত শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সপ্তাহের শেষে সিচুয়ান শহর ও এর আশপাশের এলাকা এবং চেংডুর উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে। এ ছাড়া মিয়ানয়াং, ইয়াআন, গুয়াংইয়ুয়ান, দেয়াং, আবা ও গারজে এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত চেংডুর শিলিং স্নো মাউন্টেন স্কি রিসোর্টে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যা ১৬৫ দশমিক ১ মিলিমিটারে পৌঁছেছে। চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে রোববার সকাল থেকে এ এলাকায় ‘নীল সতর্কতা’ জারি করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ক্রমশ বাড়তে থাকা উচ্চ তাপমাত্রা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়েছে। তীব্র খরার কারণে সিচুয়ানসহ এসব এলাকার মাটি শক্ত হয়ে ফেটে গেছে। এখন ভারী বৃষ্টিপাতের কারণে কাদা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) রোববার সকালে পূর্ব সিচুয়ানসহ দেশের আরও কিছু এলাকায় উচ্চ তাপমাত্রার জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। সেখানে এখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।
ছয় দশকের মধ্যে চীনে বর্তমানে সবচেয়ে খারাপ তাপপ্রবাহ চলছে। অস্বাভাবিক তাপপ্রবাহ দেশটির অর্থনৈতিক চ্যালেঞ্জকে আরও গভীর করছে। চীনা কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে দেশটি ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মিস করতে পারে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।
ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, চীনের এগারোটি প্রদেশে বর্তমানে ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রার জন্য সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : ওয়াশিংটন পোস্ট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।