Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পথশিশুদের জন্য বিশ্বকাপ আয়োজন করবে কাতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ২:৫৭ পিএম

বিশ্বকাপ আয়োজনেরে শেষ প্রস্তুতি সারছে কাতার। ৩২ দলের অংশগ্রহণে আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। তবে মূল আসরের এক মাস আগে পথশিশুদের বিশ্বকাপ স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ (এসসিডব্লুউসি) মাঠে গড়াবে রাজধানী দোহায়।

১১ দিনের এই ইভেন্টে ২৪ দেশের ২৮টি দল অংশগ্রহণ করবে। আসরটি শুরু হবে ৫ অক্টোবর, এডুকেশন সিটির অক্সিজেন পার্কে। এই ভেন্যুটি আবার ফিফা বিশ্বকাপের অন্যতম স্টেডিয়াম।

এ নিয়ে চতুর্থবারের মতো পথশিশুদের জন্য বিশ্বকাপ আয়োজন হচ্ছে। এর আগে দক্ষিণ আফ্রিকা (২০১০), ব্রাজিল (২০১৪) ও রাশিয়ায় (২০১৮) এসসিডব্লুউসি মাঠে গড়িয়েছিল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এসসিডব্লুউসিতে এবার প্রথমবারের মতো ১০টি দল খেলবে। যেখানে হাঙ্গেরির একটি শরণার্থী দল ও ফিলিস্তিন থেকে আসবে একটি মেয়েদের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ