মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চীনের বরাত দিয়ে প্রতিবেদনে ওঠে এসেছে, সাংহাই সহযোগিতা সংস্থার উদ্যোগে আগামী মাসে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন। –টাইমস অব ইন্ডিয়া, ওয়াল স্ট্রিট জার্নাল
সম্মেলনটি ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের রাজধানী সমরখন্দে অনুষ্ঠিত হবে। আশা করা যায় যে, ইভেন্টটিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। ভারত কিংবা চীন এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
করোনার মধ্যেও মোদি এই বছর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নিতে একাধিক দেশে ভ্রমণ করলেও শি ২০২০ সালের জানুয়ারি থেকে বাইরে যাননি। তবে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, শি এসসিও শীর্ষ সম্মেলনের বৈঠকে যোগ দিতে সমরকন্দ যেতে পারেন। তাইওয়ান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আঞ্চলিক নিরাপত্তা ব্লকে স্বার্থে এবং পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে তিনি ওই বৈঠকে অংশ নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।