Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্য শীতবস্ত্র সঙ্কটে চরম দুর্ভোগে সহস্রাধিক রোহিঙ্গা শিশু

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ থেকে : টেকনাফ ও উখিয়ায় খাদ্য ও শীতবস্ত্র সংকটে সহস্রাধিক অনুপ্রবেশকারী রোহিঙ্গা এতিম শিশু চরম ভোগান্তি পোহাচ্ছে বলে জানা গেছে। তন্মধ্যে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে সদ্য অনুপ্রবেশকারী ২ পরিবারের ১১ জন মা-বাবা হারা এতিম রোহিঙ্গা শিশু মানবেতর দিন কাটাচ্ছে। প্রতিরাতেই দলে দলে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফের শামলাপুর অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ছাড়াও সমুদ্র উপকূলবর্তী ঝাউবাগান, সংরক্ষিত বনাঞ্চল, কক্সবাজার, মহেশখালী, উখিয়া, নাইক্ষংছড়িসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই স্বামী ও স্বজনহারা নারী এবং শিশু। এদের নেই খাবর ব্যবস্থা, নেই শীতবস্ত্র ও পোশাক। শীতবস্ত্রের অভাবে ও খাদ্য সংকটে শত শত শিশু ঠা-াজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এরা কোন চিকিৎসা সুবিধা এবং খাবার পাচ্ছে না। সরেজমিন পরিদর্শনকালেও শতাধিক রোহিঙ্গা লেদা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে দেখা গেছে। সরেজমিন লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা গেছে এতথ্য।
মিডিয়াসহ সকলের নজর কাড়ছে লেদা রোহিঙ্গা ক্যাম্পে সদ্য অনুপ্রবেশকারী ২ পরিবারের ১১ জন মা-বাবা হারা এতিম রোহিঙ্গা শিশু। এসব শিশু বর্তমানে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের (স্থানীয় ভাষায় টাল) ‘এ’ ব্লকে মোঃ কবিরের আশ্রয়ে রয়েছে। সরেজমিন পরিদর্শনকালে তাদের সাথে আলাপ করে জানা মিয়ানমার বাহিনীর অত্যাচারের লোমহর্ষক ঘটনা। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জানান মিয়ানমারের আরকান রাজ্যের উত্তর জামবইন্যা মুসলমান অধ্যুষিত বিশাল গ্রামে মিয়ানমার বাহিনী প্রায় তিন সপ্তাহ আগে অভিযান চালিয়ে দুই শতাধিক বসতবাড়ি পুড়িয়ে দেয়। এই অভিযানে মিয়ানমার সেনাদের হাতে নির্মমভাবে নিহত হন ছৈয়দ আহমদ (৪০), তাঁর দুই পুত্র মোঃ আয়ুব (২৩), আবদুস শুক্কুর (২০), ছৈয়দ আহমদের স্ত্রী নুর জাহান বেগম (৩৮), মোঃ আয়ুবের স্ত্রী রজিয়া বেগম ((২০)। আবদুস শুক্কুরের স্ত্রী মুহসেনা (২০) ধর্ষণের শিকার হন। এই দুই পরিবারে রয়েছে ১১ জন শিশু।
ছৈয়দ আহমদের অপর পুত্র খাইর মোহাম্মদ (২৭) সৌভাগ্যক্রমে সেনা অভিযান চলাকালে পার্শ্ববর্তী গ্রামে থাকায় হামলার শিকার হয়নি। এই খাইর মোহাম্মদই মা-বাবা হারা ১১ জন এতিম শিশু এবং স্বামীহারা ধর্ষিতা বোন মুহসেনা এবং নিজ স্ত্রী রেহানা বেগম (২৫) এবং ৪ শিশু সন্তান নিয়ে প্রাণ বাঁচাতে অর্ধাহারে-অনাহারে বনে-জঙ্গলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে টেকনাফ উপজেলার হোয়াইক্যং তুলাতলী ঘাট দিয়ে গভীর রাতে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের সাথে রয়েছে স্বজনহারা আরেক নির্যাতিত পরিবার। এরা হচ্ছে হাবিসুনা (৫০), বেগম বাহার (৪৫), জমিলা বেগম (২৫), দিলদার বেগম (১৮), মরিয়ম বাহার (১৬), নুর ফাতেমা (১৪)।
খাইর মোহাম্মদ জানান মা-বাবা হারালেও অসহায় ১১ জন শিশুর ভবিষ্যৎ চিন্তা করে এবং নিজেদের বাঁচার তাগিদে এখানে চলে এসেছি। বাংলাদেশে এসে খাবার, থাকা, পোশাক ও শীতবস্ত্রের অভাব থাকলেও স্বস্তি বোধ করছি। টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ মোঃ আয়ুব জানান মিয়ানমার সেনার বর্বরতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমনিতেই লেদা রোহিঙ্গা ক্যাম্পে রেশন ব্যবস্থা নেই। উপরন্ত গত প্রায় দুই মাস ধরে রাত-দিন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু ঢুকছে। এরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন বাসায় আশ্রয় নিলেও খাদ্য এবং শীতবস্ত্রের চরম সংকট চলছে। তারা ফেলতেও পারছে না, আবার রাখতেও পারছে না। উভয় সংকটে রয়েছে বস্তির রোহিঙ্গারা। শুধু টেকনাফের লেদা নয়, প্রত্যেক রোহিঙ্গা পল্লীতেই একই সমস্যা বিরাজ করছে। সরকারী-বেসরকারী বা কোন আন্তর্জাতিক সংস্থা এখনও কোন সাহায্য করেনি।
উল্লেখ্য, শীত ও অনাহারে অসহায় মায়ের কোলেই বিনা চিকিৎসায় ২৬ নভেম্বর মারা গিয়েছিল অনুপ্রবেশকারী রোহিঙ্গা শিশু জানে আলম। এঘটনা দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি করেছিল। টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে (স্থানীয় ভাষায় টাল) ঘটেছিল এঘটনা। অসহায় মা নুর বেগম জানান মিয়ানমার আরকান রাজ্যের উত্তর জামবইন্যা জামাল হোসেন ও নুর বেগমের সাড়ে ৫ মাস বয়সী শিশু পুত্র জানে আলম। মিয়ানমার বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে প্রাণ বাঁচাতে একমাত্র শিশুপুত্র জানে আলম ও অবিবাহিত এক বোনকে নিয়ে অর্ধাহারে-অনাহারে বনে-জঙ্গলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০ জনের দলটি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উঞ্চিপ্রাং ঘাট দিয়ে গভীর রাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে সময় লেগেছে ১৫ দিন। গভীর রাতে শীত ও অনাহারে মায়ের কোলেই বিনা চিকিৎসায় মারা যায় জানে আলম। রোহিঙ্গা নারী অসহায় মা নুর বেগম আরও জানান, অর্ধাহারে-অনাহারে বনে-জঙ্গলে দীর্ঘপথ পরিক্রমায় বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। অনাহারে শিশুটি কংকালসার হয়ে যায়। উপরন্ত ছিল তীব্র শীত। সাথে কোন গরম কাপড়ও ছিল না। চিকিৎসা করারও সুযোগ হয়নি। কোলেই বিনা চিকিৎসায় শিশুটি মারা যায়। নুর বেগম বর্তমানে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের (অনিবন্ধিত) ‘এ’ ব্লকের একটি বাসায় আশ্রয়ে রয়েছেন। বাসার মালিক জুলেখা বেগম বলেন ‘ক্যাম্পের বাইরে পানি সংগ্রহ করতে গিয়ে ব্রিক ফিল্ডের পাশে কংকালসার শিশুসহ এক মহিলাকে দেখে দয়াপরবশঃ হয়ে মানবিক কারণে এনে আশ্রয় দিয়েছি’।
বৃদ্ধা ছবিয়ার সীমান্ত পাড়ি
পুত্র জাহেদ হোসেন (৩৩) এবং পুত্রবধূ গুলবাহাকে (২৭) মিয়ানমার সেনারা প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। বসত বাড়িটিও পুড়িয়ে দিয়েছে। কোন রকমে প্রাণে রক্ষা পায় ৫ শিশু। যক্ষের ধন সেই ৫ জন শিশু নাতী-নাতনীকে নিয়ে সীমান্ত অতিক্রম করে লেদা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ৬০ বছরের বৃদ্ধা দাদী ছবিয়া খাতুন। আশ্রয় নিয়েছেন লেদা রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকে। টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে সরেজমিন পরিদর্শনকালীন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তথ্য সংগ্রহকালে দেখা হয় বৃদ্ধা ছবিয়া খাতুনের সাথে। তিনি বলেন ‘মিয়ানমারের আরকান রাজ্যের মংডু টাউনশীপের আওতাধীন কয়ারিপ্রাং গ্রামে ছিল তাদের বসবাস। পুত্র জাহেদ হোসেন (৩৩) এবং পুত্রবধূ গুলবাহাকে (২৭) মিয়ানমার সেনারা প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। বসত বাড়িটিও পুড়িয়ে দিয়েছে। আমার ভবিষ্যৎ বংশধর কোন রকমে প্রাণে রক্ষা পাওয়া ৫ জন শিশু নাতী-নাতনীর ভবিষ্যৎ চিন্তা করে সাহস করে সীমান্ত পাড়ি দিয়েছি’। ৫ জন শিশু নাতী-নাতনীরা হচ্ছে ইয়াসমিন আক্তার (১৩), মোঃ রফিক (১১), মোঃ শাহিন (৯), মোঃ ইয়াসিন (৭), ফাতেমা বেগম (৫)।
তিনিও জানালেন, মিয়ানমার বাহিনীর নির্যাতন-অত্যাচারের লোমহর্ষক ঘটনা। তার সাথে চলে এসেছেন একই গ্রামের বাসিন্দা স্বামীহারা আনোয়ারা বেগম (৩০)। স্বামী রশিদ আহমদকে (৩৮) মিয়ানমার সেনারা প্রায় এক মাস আগে ধরে নিয়ে গিয়েছিল। আর ফিরে আসেনি। অসহায় স্বামীহারা বিধবা আনোয়ারা বেগম (৩০) পিতৃহীন ৫ জন এতিম শিশু নিয়ে চলে এসেছেন জীবন বাঁচার তাগিদে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীতবস্ত্র

২৮ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ