Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় গরীব ও অসহায় মানুযের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার।

মঙ্গলবার(১ ফেব্রয়ারী)বিকেলে স্বেচ্ছাসেবক দলের এই কেন্দ্রীয় নেতা নিজস্ব অর্থায়নে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার স্থানীয় বর্ণিয়া স্কুল মাঠে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় গোলাম সরোয়ার বলেন, শীতার্তদের মাঝে নেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তারা ব্যস্ত লুটপাটে।

তিনি আরও বলেন,'বিএনপি শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড করে না শুধু মিছিল-মিটিং করেনা অসহায় মানুষ দুঃখ দারিদ্রতার মাঝে যারা বসবাস করেন বিএনপি তাদের পাশে দাঁড়ায়।রাজনীতির প্রধান লক্ষ্যই হচ্ছে তাই সেই লক্ষ্য উদ্দেশ্য করে বিএনপির সব সময় কাজ করে অর্থাৎ মানব কল্যাণ ও সমাজ সেবাই আমাদের মূল লক্ষ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীতবস্ত্র বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ