Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওডেসার কাছে ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে রুশ সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৭:৩৩ পিএম | আপডেট : ৭:৩৫ পিএম, ২১ আগস্ট, ২০২২

রাশিয়ার সশস্ত্র বাহিনী কালিব্র ক্রুজ মিসাইল দিয়ে ওডেসা অঞ্চলে একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের দেয়া একাধিক হিমারস রকেট লঞ্চার ও এর গোলাবারুদ সংরক্ষণ করা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ রোববার সাংবাদিকদের বলেছেন।

‘ওডেসা অঞ্চলের মায়োরস্কয় গ্রামের কাছে উচ্চ-নির্ভুলতা সমুদ্র-ভিত্তিক দূরপাল্লার কালিব্র ক্ষেপণাস্ত্র আমেরিকান হিমারস মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম এবং পশ্চিমা তৈরি বিমান বিধ্বংসী সিস্টেমের জন্য মিসাইল সহ একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে,’ কোনাশেনকভ বলেছেন।

কালিব্র (ন্যাটো শ্রেণীবিভাগ: এসএস-এন-২৭ সিজলার) হল একটি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ইয়েকাতেরিনবার্গের নোভেটর ডিজাইন ব্যুরো (আলমাজ-অ্যান্টি এয়ার ডিফেন্স কনসার্নের অংশ) দ্বারা ডিজাইন এবং উৎপাদন করা হয়। রাশিয়ান সশস্ত্র বাহিনী বর্তমানে এই ক্ষেপণাস্ত্রের দুটি ভ্যারিয়েন্ট ব্যবহার করে: কালিব্র-এনকে (জাহাজ-ভিত্তিক) এবং কালিব্র-পিএল (সাবমেরিনে নিয়োগ করা)।

কালিব্রের সঠিক বৈশিষ্ট্য নির্দিষ্টভাবে জানা যায়নি। বিভিন্ন তথ্য অনুসারে, এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ সমুদ্রের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ৩৭৫ কিলোমিটার এবং স্থল লক্ষ্যগুলির বিরুদ্ধে ২,৬০০ কিলোমিটার পর্যন্ত, এর ওয়ারহেডের সর্বাধিক ওজন ৫০০ কেজি। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ সেনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ