Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে আসছে না আমিরাত!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৮:২৫ পিএম

সাফ নারী ফুটবল টুর্নামেন্ট আসন্ন। দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টে মাঠে নামার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী দলের। কিন্তু তা আর হচ্ছে না। বাংলাদেশে আসছে না আরব আমিরাত। তাই এবার এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তথ্যটি শনিবার নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেন, ‘যদিও আমরা আরব আমিরাতের কাছ থেকে লিখিত কোনো কিছু পাইনি। তবে আজ (শনিবার) মৌখিকভাবে, ফোনে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা আমাদেরকে জানিয়েছে যে, বাংলাদেশে আসতে পারছে না।’

সবকিছু ঠিক থাকলে আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে নারী সাফের খেলা। তার আগে ২৯ আগস্ট ও ১ সেপ্টেম্বও রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ম্যাচ দু’টি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকারদের। কিন্তু শেষ মুহূর্তে আরব আমিরাত ‘না’ করে দেওয়ায় এখন ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য আলোচনা করছে বাফুফে। যে কোন ভেন্যুতেই তাদের সঙ্গে খেলতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে সোহাগ আরও বলেন, ‘যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য। যেহেতু মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য খুবই মর্যাদাপূর্ণ। এখন আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলছি। প্রয়োজন হলে ইন্দোনেশিয়ায় গিয়ে তাদেরকে ঢাকায় এনে অন্তত একটা ম্যাচ খেলাতে চাই আমরা।’

এদিকে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় পুরুষ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। আবাসন, হোটেল থেকে মাঠে যাতায়াত-এসব বিবেচনায় উত্তরায় পুলিশ এফসির মাঠে ক্যাম্প করতে চান জামাল ভূঁইয়াদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বাফুফেও তাই চাইছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ