Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে বড় পরিবর্তন, লাগবে না স্পন্সর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১০:৪৩ এএম

অভিবাসন আইনের বড় সংস্কারের ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসার নিয়মে কিছু পরিবর্তন এনেছে। ফলে সেখানে কর্মরত প্রবাসী থেকে শুরু করে বিদেশি পর্যটকদের নতুন নিয়মের আওতায় আসতে হবে।

চলতি বছরের এপ্রিলে আমিরাতের মন্ত্রিসভা নতুন ভিসা নিয়মের প্রস্তাব অনুমোদন করে। এরপর ৩ অক্টোবর সোমবার থেকে তা কার্যকর করা হয়েছে। নতুন ভিসা নিয়ম বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন ও আবাসিক নীতিতে পরিবর্তন আনা।
আমিরাত সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল সুলতান ইউসুফ আল নাউমি বলেছেন যে এই নতুন ভিসা ব্যবস্থা কেবল বিদেশিদের জন্য ভিসা পদ্ধতি ঝামেলামুক্ত এবং সহজই করবে না, যারা দেশটিতে বসবাস, কাজ চাইছেন, সেই রকম মানুষদেরও সুবিধা দেবে। এটা বিনিয়োগের জন্য আরও ভালো হবে।

২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম গ্রিন ভিসার ঘোষণা দেওয়া হয়েছিল। এ ভিসা পেলে বিদেশিরা পাঁচ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন, এর জন্য তাদের নাগরিকত্ব নেওয়ার এবং নিয়োগকর্তার সমর্থনের প্রয়োজন নেই। ফ্রিল্যান্সার, দক্ষ কর্মী এবং বিনিয়োগকারীরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন।

গ্রিন ভিসাধারীরা স্ত্রী বা স্বামী, সন্তান, বাবা-মা, বোন বা ভাইকে সঙ্গে রাখতে পারেন। আর কারও যদি ছেলে সন্তান থাকে, তবে সে ২৫ বছর বয়স পর্যন্ত থাকার সুবিধা পেতে পারেন। আগে এই বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে ছিল ১৮ বছর। একই সঙ্গে, নতুন নিয়মে অবিবাহিত নারী বা প্রতিবন্ধী সন্তানের জন্য কোনো বয়সসীমা রাখা হয়নি। কারও ভিসার মেয়াদ শেষ বা বাতিল হয়ে গেলে তাকে ৬ মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হবে।
গোল্ডেন ভিসায় একবারে ১০ বছর সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারা যায়। বিনিয়োগকারী, ব্যবসায়ী বা গবেষক, চিকিৎসক, বিজ্ঞানীরা গোল্ডেন ভিসা পেতে পারেন।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এখন কোনো গোল্ডেন ভিসাধারী ৬ মাস সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকলেও তার ভিসা বাতিল হবে না। এছাড়াও এই ভিসাধারী যে কোনো সংখ্যক গৃহকর্মী রাখতে পারবেন। অন্যদিকে গোল্ডেন ভিসায় পরিবারের সদস্য, স্ত্রী-সন্তান যে কোনো বয়সের সবাইকে একসঙ্গে রাখা যাবে। ভিসা বাতিল বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা একসঙ্গে থাকতে পারবেন।
আর নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ যদি ট্যুরিস্ট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যান, তিনি এখন সেখানে দুই মাস থাকতে পারবেন। আগের ৩০ দিনের নিয়ম পরিবর্তন করে এটি ৬০ দিন করা হয়েছে। এছাড়াও, একটি নতুন মাল্টি-এন্ট্রি ট্যুরিস্ট ভিসাও ঘোষণা করা হয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতে ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেবে।

একই সময়ে, যারা চাকরি খুঁজছেন, তাদের দেওয়া ভিসার জন্য কোনো স্পন্সরের প্রয়োজন হবে না। বিশ্বের ৫০০টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মানবসম্পদ মন্ত্রণালয়ের তিনটি দক্ষতা স্তরের মধ্যে যোগ্য হলে তারা চাকরির ভিসা পেতে পারে।



 

Show all comments
  • Md nazrul.. ৬ অক্টোবর, ২০২২, ৮:১৮ পিএম says : 0
    Green visor criteria ta ki hobe ....ki ki joggota lGbe pls
    Total Reply(0) Reply
  • মোঃ মিলন ৪ নভেম্বর, ২০২২, ৭:১৯ পিএম says : 0
    ভিজিট ভিসায় এসে কি কোম্পানিতে ভিসা লাগানোর সিস্টেম আছে নাকি, দয়া করে জানাবেন
    Total Reply(0) Reply
  • রাকিবুল ১১ অক্টোবর, ২০২২, ১১:৪৩ পিএম says : 0
    আমি প্রথমে একটি কোম্পানিতে ছিলাম সেখান থেকে ক্যানসেল করে অন্য একটি কোম্পানিতে এসেছি সেখানে ভিসা লাগাতে লেট হওয়ার কারণে ভিজিট ভিসা নিয়েছি তিন মাসের এখন আমি ভিসা লাগাতে পারবো কিনা কোম্পানিতে প্লিজ একটু জানাবেন
    Total Reply(0) Reply
  • মো:জাহিদ হাসান ২ মার্চ, ২০২৩, ৫:২৮ এএম says : 0
    আমি সংযুক্ত আরব আমিরাতে বিগত ২ মাস পূর্বে এসেছিলাম employed visa দিয়ে দালালের মাধ্যমে, এখন ওরা আমার ভিসার মেয়াদের মধ্যে ফিংগার করায় নি, যার কারণে ভিসার মেয়াদ চলে গিয়ে ফাইন চলতেছে।তাদের কাছে আমার পাসপোর্ট, যার জন্য আমাকে দেশে যেতে দিচ্ছে না,এখন আমার করণীয় কি।আমি কি সাহায্যের জন্য আজমানের পুলিশের কাছে যাবো,না কি অন্য কিছু করবো জানাবেন প্লিজ
    Total Reply(0) Reply
  • মো:জাহিদ হাসান ২ মার্চ, ২০২৩, ৫:২৮ এএম says : 0
    আমি সংযুক্ত আরব আমিরাতে বিগত ২ মাস পূর্বে এসেছিলাম employed visa দিয়ে দালালের মাধ্যমে, এখন ওরা আমার ভিসার মেয়াদের মধ্যে ফিংগার করায় নি, যার কারণে ভিসার মেয়াদ চলে গিয়ে ফাইন চলতেছে।তাদের কাছে আমার পাসপোর্ট, যার জন্য আমাকে দেশে যেতে দিচ্ছে না,এখন আমার করণীয় কি।আমি কি সাহায্যের জন্য আজমানের পুলিশের কাছে যাবো,না কি অন্য কিছু করবো জানাবেন প্লিজ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংযুক্ত আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ