বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরহাট উপজেলায় রোগের যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন।
মৃত বিবি জহুরা মেরী (১২) উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের হাবিলদার বাড়ির এনামুল হকের মেয়ে এবং স্থানীয় শিউলি একরাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
কোন অভিযোগ না থাকায় শুক্রবার দিবাগত রাতে বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে একই দিন বিকালে উপজেলার রামেশ্বরপুর গ্রামের হাবিলদার বাড়িতে এ ঘটনা ঘটে।
কবিরহাট থানার ওসি মো.রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেরী দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তার পরিবার সাধ্যমতো তাকে চিকিৎসা করিয়েছে। কিডনি ব্যাথাায় অতিষ্ঠ হয়ে শুক্রবার বিকেলের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষের আড়ার সঙ্গে ওড়না বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এমন সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।