Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ১১:৫১ এএম

যশোরের বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোলের ওপারে বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পচনশীল পণ্যসহ বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে পেট্রাপোল বন্দরের বিভিন্ন পার্কিংয়ে। কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের ভেতর বিভিন্ন পণ্য চালান পরীক্ষণ কাজ আগাম সম্পন্ন করছেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে। আগামী শনিবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানী-রপ্তানী বন্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ