Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবেশমুখে পাথর বোঝাই ট্রাক বিকল হওয়ায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১:৩২ পিএম

ভারত অভ্যন্তরে বাংলাদেশের প্রবেশমুখে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাক বিকল হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ট্রাকটি সচল হলেও আবারো আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সভাপতি আব্দুল আজিজ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হিলি জিরো পয়েন্ট এলাকায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই গাড়িটি বিকল হওয়ায় বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান,ভারত অভ্যন্তরে বাংলাদেশের প্রবেশ পথে (জিরো পয়েন্ট এলাকায়) আমদানিকৃত পাথর বোঝাই একটি ট্রাক (ডই-৭৬অ-৭৬৩৬) বিকল (নষ্ট) হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে।

তিনি আরো জানান,আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমূখী হওয়ায় প্রতিনিয়তই এ সমস্যা গুলোতে পড়তে এখানকার ব্যবসায়ীদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানী-রপ্তানী বন্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ