বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতীয় রফতানিকারক প্রদীপ সোহানের মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের কার্যক্রম চালু রয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। প্রদীপ সোহান ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বুধবার (১ ডিসেম্বর) রাতে সোহানের মৃত্যু হয়। আজকে তার শেষকৃত্য হবে। এ কারণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আধাবেলা আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন পত্র দিয়ে অবহিত করেছেন। তাই আজ সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। দুপুর ১২টার পর থেকে আবারও বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।