মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্রের উচিত নিজ দেশের বর্ণবৈষম্য সমস্যাকে সমূলে উৎপাটন করা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবধরনের বর্ণবৈষম্য নির্মূলে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে দীর্ঘমেয়াদে অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীনভাবে বর্ণবৈষম্য নিয়ে মিথ্যাচার করে আসছে। তাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র রাজনীতি করছে। তবে যুক্তরাষ্ট্র নিজ দেশের বর্ণবৈষম্য সমস্যাকে উপেক্ষা করে আসছে।
উল্লেখ্য, জাতিসংঘের এ চুক্তি-বিষয়ক কমিটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের চুক্তিটি পালনের পরিস্থিতি পর্যালোচনা করেছে। এতে জাতিসংঘের বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্য সমস্যার সমালোচনা করেছেন।
এ প্রসঙ্গে ওয়াং ওয়েন পিন বলেন, জাতিসংঘের কমিটির পর্যালোচনা সন্দেহাতীতভাবে মার্কিন সরকারের জন্য একটি সতর্ক সংকেত। সূত্র: সিজিটিএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।