Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পোলিও টিকাদানকারী দলের ওপর বন্দুক হামলা, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ৭:২৪ পিএম

পাকিস্তানে একটি পোলিও টিকাদান দলের ওপর চালানো বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুন) দেশটির আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের গোমাল শহরে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের সীমান্তবর্তী এ অঞ্চলটি এক সময় আফগান ও পাকিস্তানি তালেবান জঙ্গিদের অভয়ারণ্য ছিল।
জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জঙ্গি হামলায় পাকিস্তানে ২০১২ সাল থেকে অনেক পোলিও টিকাদানকারী এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, হামলায় পোলিও কর্মীদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। মোটরসাইকেলে চার পোলিও টিকাদানকারী কর্মীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ।
মোহাম্মদ ইমরান জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে টিকাদানকারী দলের ওপর গুলি চালায়। এতে আহত দুইজন ঘটনাস্থলেই মারা যায় এবং বন্দুকধারীরা পালিয়ে যায়।
উল্লেখ্য, ১ কোটি ২৬ লাখের বেশি শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সোমবার পাকিস্তানে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে উগ্র ধর্মীয় মনোভাব এবং বিভিন্ন ভ্রান্ত ধারণার কারণে দেশটির পোলিও নির্মূল অভিযানে প্রায়শই গুলিবর্ষণ হওয়ায় সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি-না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ