মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এড মার্কি সহ বেশ কয়েকজন মার্কিন সিনেটর গতকাল (রোববার) চীনের তাইওয়ান সফর করেছে। এটি প্রকাশ্যে একচীন নীতি লঙ্ঘন করেছে এবং তিনটি চীন-যুক্তরাষ্ট্র যৌথ ইস্তাহারের পরিপন্থী হয়েছে। তাদের আচরণ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ভুল বার্তা দিয়েছে।
চীনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতি বলা হয়, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের দ্বারা তাইওয়ান প্রণালীর দু’তীরের স্থিতিশীলতা লঙ্ঘনের অপচেষ্টা প্রতিফলিত হয়েছে। ফলে চীনা গণমুক্তি ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান দ্বীপের পার্শ্ববর্তী জলসীমা ও আকাশে একাধিক যৌথ সশস্ত্র মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের উস্কানির জবাব দিয়েছে।
তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। তাইওয়ান সমস্যায় যে কোনো বহির শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না চীন। যুক্তরাষ্ট্র ও মিন চিন তাং পার্টির তাইওয়ানকে ব্যবহার করে চীনকে রোধ করার অপকৌশল ব্যর্থ হবেই। ঐতিহাসিক স্রোত, সকল চীনাদের সদিচ্ছার বিপরীত এবং চীনের ঐক্যের প্রক্রিয়ায় বাধা দেয়ার সকল আচরণ ও তৎপরতা ব্যর্থ হবেই। চীনা গণমুক্তি ফৌজ অব্যাহতভাবে সেনা অনুশীলন করতে থাকবে, চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে এবং বহির শক্তির হস্তক্ষেপের ষড়যন্ত্রকে পরাজিত করবে।
এদিকে, চীনা গণমুক্তি ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডের উদ্যোগে আজ (সোমবার) তাইওয়ান দ্বীপের আশেপাশে সমুদ্র ও আকাশে মাল্টি-আর্মস যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল এবং যুদ্ধের সামরিক মহড়া আয়োজিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও তাইওয়ান কর্তৃপক্ষের অপরাজনীতি তাইওয়ান প্রণালীর দু’পাশে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। তাদের এ অপরাজনীতির বিরুদ্ধে গম্ভীর বিস্ময় জানিয়ে এবারের মহড়া আয়োজন করা হয়।
দেশের সার্বভৌমত্ব ও তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনা বাহিনী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে। ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল সি ই এ তথ্য জানিয়েছেন। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।