Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবির ডি ইউনিটে আসন প্রতি লড়বে ৬ জন

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৪:৪৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের চার বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে ‘ডি’ ইউনিটে চারটি বিভাগের ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য গড়ে আবেদন করেছে ছয়জন ভর্তিচ্ছু। সোমবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে বিষয়টি জানা যায়।

এদিকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২৫ আসনের বিপরীতে (কোটা ব্যতীত) আবেদন করেছে ২৮৬ জন শিক্ষার্থী।
বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে আসনপ্রতি আবেদন করেছে ১১ জন।

জানা যায়, গত ১৩ আগস্ট এই পাঁচ বিভাগের ভর্তি আবেদন সম্পন্ন হয়। আগামী ২৭ আগস্ট 'ডি' ইউনিটের ও ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদের আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ছাড়াও কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগকে 'ডি' ইউনিটে যুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসন

৮ জানুয়ারি, ২০২৩
৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ