Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুবির বঙ্গমাতা হলে ছাত্রীদের জন্য আরও ১৪২টি আসন বাড়ল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ২:১৫ পিএম

আজ ২৬ মার্চ (শনিবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পার্শ্ব ও ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ৩য় ও ৪র্থ তলার দক্ষিণ ব্লকের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই নতুন ব্লকের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর সম্প্রসারিত ব্লকের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন।
এসময় তিনি বলেন, এই ব্লকের মাধ্যমে ১৪৪ জন ছাত্রীর নতুন করে আবাসিক সুবিধা বৃদ্ধি পেলো। আরও একটি ব্লক (উত্তর) নির্মাণাধীন রয়েছে। এটির কাজ শেষ হলে আরও প্রায় সাড়ে ৪ শত শিক্ষার্থীর আবাসিক সুবিধা বাড়বে। এটি চলতি বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম সহ সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্ট বৃন্দ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসন

৮ জানুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ