Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জের বিএনপির বর্ষিয়ান নেতা আয়নাল হাসান আর নেই

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৫:০৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আয়নাল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া----রাজেউন)। রবিবার দুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাড়িতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সোমবার (১৫ আগস্ট) সকালে আড়পাড়া জঙ্গী পীর সাহেব দরগায় প্রথম জানাজা ও বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি ইক্ষুক্রয় কেন্দ্রের মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
বিএনপি নেতা আয়নাল হাসানের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ মসিউর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক এমপি শাহিদুজ্জামান বেল্টু, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে আয়নাল হাসানের মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। বিএনপি নেতা আয়নাল হাসানের রয়েছে বর্নাঢ্য রাজনৈতিক জীবন। সাংগঠনিক দক্ষতায় পারদর্শী আয়নাল হাসান ১৯৭৯ সালে কালীগঞ্জ ছাত্রদলের সভাপতি ও বৃহত্তর যশোর ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তার হাতেই গড়ে ওঠে কালীগঞ্জ বিএনপি
আয়নাল হাসান কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কালীগঞ্জ উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত এই বর্ষিয়ান নেতা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ