Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-আরব বন্ধুত্ব অনেক জোরদার হয়েছে: চীনা মুখপাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৭:০৯ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-আরব সম্পর্ক অনেক জোরদার হয়েছে। দু’পক্ষের বন্ধুত্ব সংশ্লিষ্ট জনগণের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির এক জরিপে উঠে আসা ফলাফলের প্রেক্ষাপটে মুখপাত্র ওয়েন পিন এ মন্তব্য করেন। জরিপ অনুসারে, আরবদের মধ্যে যুক্তরাষ্ট্রের চাইতে চীনের প্রতি ইতিবাচক অনুভূতি বেশি শক্তিশালী।

চীনা মুখপাত্র বলেন, চীন সবসময়ই আরব দেশগুলোর আন্তরিক ও নির্ভরযোগ্য বন্ধু। সাম্প্রতিক বছরগুলোতে, চীন-আরব সম্পর্ক বিকশিত হয়েছে এবং দু’পক্ষ দৃঢ়ভাবে একে অপরকে সমর্থন করেছে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দু’পক্ষ সহযোগিতার একটি মডেল স্থাপন করেছে।

তিনি আরও বলেন, চীন সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার নীতি মেনে চলে এবং পারস্পরিক সম্মান ও কল্যাণের কথা বিবেচনা করে। চীন সবসময় আরব বিশ্বে একটি গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। চীন কখনই কোনো ভূ-রাজনৈতিক স্বার্থ কামনা করে না, তথাকথিত ক্ষমতার শূন্যতা পূরণ করতে চায় না। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ