Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে নিরাপদ হেফাজত কেন্দ্রে মহিলার আত্মহত্যা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২২, ৬:৫৯ পিএম

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতি দের নিরাপদ আবাসন কেন্দ্রে মিতু (২১) নামে এক বাকপ্রতিবন্ধী নারী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোঘরখাল এলাকায় অবস্থিত ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তূতীয় তলার বাথরুমে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে বাসন থানা পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, আত্মহত্যাকারী ওই নারী গাজীপুর জেলার শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা (মামলা নং ৪৯ (৯) ২০১৬ ইং) একটি মামলার ভিকটিম। ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে সে ওই কেন্দ্রে হেফাজতি হিসেবে ছিল।

মঙ্গলবার দিবাগত রাতে যে কোন সময় ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তূতীয় তলার বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
আত্মহত্যাকারী নারী বাক প্রতিবন্ধী হওয়ায় এটি আত্মহত্যা না কি হত্যা তা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ আরো জানায়, ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।

উল্লেখ্য এর আগে এই মহিলা, শিশু ও কিশোরী হেফাজত নিরাপদ আবাসন কেন্দ্রে দায়িত্বগত কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতনের বিভিন্ন অভিযোগ এনে ১৪ নারী পলায়ন করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ