বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের তাড়ে জড়ানো পুত্র তানভীরকে (১৮) বাঁচাতে গিয়ে বাবা সিরাজ মিয়া (৫৮) নিজেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। আহত অবস্থায় নিহতের পুত্র তানভীরকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার (৪ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামে এই ঘটনা ঘটে ।
ঘটনার বিবরণে এলাকাবাসী জানায়, সিরাজ মিয়ার বাড়ী থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি দোকান রয়েছে। তিনি বাড়ীর বৈদ্যুতিক মিটার থেকে দোকানে পার্শ্ব সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ঘটনার সময় মাটিতে পড়ে থাকা ওই তারে জড়িয়ে পড়েন সিরাজ মিয়ার ছেলে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তানভীর।
তাকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা সিরাজ মিয়া। তখন পুত্রকে বাঁচাতে পারলেও ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে নিহত হন সিরাজ মিয়া। উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় ছেলে তানভীরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। নিহত সিরাজের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করে দেয়া হয়েছে। আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান ঘটনা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।