Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া থেকে ইউরোপে তেল আমদানি বৃদ্ধি

প্রশ্নের মুখে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ইউরোপ জুলাই মাসে রাশিয়া থেকে ডিজেলের আমদানি এক পঞ্চমাংশেরও বেশি বাড়িয়েছে। এটি মস্কোর জ্বালানি সরবরাহ থেকে বিরত থাকার এবং ইউক্রেনে যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধ করার ক্ষেত্রে মহাদেশের মুখোমুখি হওয়া বড় চ্যালেঞ্জকে তুলে ধরে।

ট্যাঙ্কার ট্র্যাকিং গ্রুপ ভর্টেক্সা অনুসারে, এ অঞ্চলটি গত মাসে রাশিয়া থেকে প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল জ্বালানি আমদানি করেছে, যা আগের মাসের তুলনায় বেশি এবং গত বছরের জুলাইয়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি দেখায় যে, ইউরোপীয় ইউনিয়ন ফেব্রুয়ারির মধ্যে রাশিয়ান ডিজেলের আমদানি শূন্যে নামিয়ে আনতে প্রচণ্ড অসুবিধার মুখোমুখি হবে। ভর্টেক্সার প্রধান অর্থনীতিবিদ ডেভিড ওয়েচ বলেন, ‘আমরা রাশিয়ান ডিজেল প্রতিস্থাপন করার ইউরোপীয় প্রতিশ্রুতি থেকে অনেক দূরে। আমি আশ্চর্য হচ্ছি যে, ইউরোপীয়রা ঘোষিত ডিজেল আমদানি নিষেধাজ্ঞা পুরোপুরি পালন করতে সক্ষম হবে কিনা।’

সাম্প্রতিক বছরগুলোতে, ট্রাকিং গ্রুপ, গাড়ির মালিক এবং নির্মাতাদের দ্বারা ব্যবহৃত ডিজেল সরবরাহের জন্য রাশিয়ার উপর ইউরোপের নির্ভরতা ক্রমাগতভাবে বাড়ছে। এই অঞ্চলের ডিজেল আমদানির অর্ধেকেরও বেশি করা হয় রাশিয়া থেকে, ভর্টেক্সা ডেটা দেখায়। রাশিয়া থেকে আমদানির উপর ইউরোপের নির্ভরতা, যা এই অঞ্চলের সামগ্রিক খরচের প্রায় ১৫ শতাংশের জন্য দায়ী, ইউরোপীয় ইউনিয়ন যে, নিষেধাজ্ঞাগুলি বাস্তবায়নের পরিকল্পনা করছে তার সম্পূর্ণ শক্তির মুখোমুখি হতে প্রস্তুত কিনা তা নিয়ে প্রশ্ন তোলে।

বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে ইউরোপের উদ্বেগের একটি চিহ্ন হিসাবে, ইউরোপীয় ইউনিয়ন গত মাসে রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা যেমন রোসনেফ্টের উপর নিষেধাজ্ঞাগুলি শিথিল করেছে, ইউরোপীয় কোম্পানিগুলিকে তৃতীয় দেশের জন্য নির্ধারিত তেলের জন্য তাদের সাথে লেনদেনে জড়িত করার অনুমতি দিয়েছে। ইউরোপের ডিজেল সরবরাহের বেশিরভাগই আসে শোধনাগারগুলিতে অপরিশোধিত জ্বালানী পণ্যগুলিতে পরিণত করার ফলে, তবে মহাদেশটি মহামারী-যুগের হ্রাসের পরে পরিশোধন ক্ষমতার ঘাটতিতে ভুগছে।

মন্দার আশঙ্কায় সাম্প্রতিক সপ্তাহগুলিতে গ্যাসের দাম অনেক বেড়েছে - যা ইউরোপে গত এক দশকের তুলনায় ১০ গুণ বেশি - ফলে ডিজেলের চাহিদা বাড়ছে। প্রাকৃতিক গ্যাসের দাম এত বেশি যে জ্বালানি কোম্পানি এবং নির্মাতাদের ডিজেলে বিদ্যুৎ উৎপাদন পরিবর্তন করার জন্য প্রণোদনা দেয়া হয়, যা শীতকালে বিশ্বব্যাপী প্রতিদিন ৭ লাখ ব্যারেল তেলের চাহিদা বাড়াতে পারে, জেপিমর্গান অনুসারে। ফলে রাশিয়ার উপরে ইউরোপের নির্ভরতা কমার বদলে আরও বাড়তে পারে। সূত্র : ফিনান্সিয়াল টাইমস।



 

Show all comments
  • Mahfuz Bhuiyan ৪ আগস্ট, ২০২২, ৪:১৫ এএম says : 0
    পৃথিবীতে সকল মানব সৃষ্ট দুর্যোগের জন্য দায়ী হচ্ছে পশ্চিমা শক্তি। পশ্চিমাদের উচিত শিক্ষা হওয়া উচিত।
    Total Reply(0) Reply
  • Saidul Islam ৪ আগস্ট, ২০২২, ৪:১৫ এএম says : 0
    অন্যা আরেকটা খবর এ দেখলাম ডলার এর দাম বাড়ার কারনে যুক্তরাষ্ট্রের বাজারে সব কিছুর দাম কমেছে তা হলে কোনটা সঠিক,, ডলার এর দাম যদি বৃদ্ধি পায় তা হলে তো যুক্তরাষ্ট্রের বাজারে সব কিছুর দাম কমে যাওয়াটাই তো সাভাবিক
    Total Reply(0) Reply
  • Saidul Islam ৪ আগস্ট, ২০২২, ৪:১৫ এএম says : 0
    অন্যা আরেকটা খবর এ দেখলাম ডলার এর দাম বাড়ার কারনে যুক্তরাষ্ট্রের বাজারে সব কিছুর দাম কমেছে তা হলে কোনটা সঠিক,, ডলার এর দাম যদি বৃদ্ধি পায় তা হলে তো যুক্তরাষ্ট্রের বাজারে সব কিছুর দাম কমে যাওয়াটাই তো সাভাবিক
    Total Reply(0) Reply
  • Akteruzzaman Mohammad Mohasin ৪ আগস্ট, ২০২২, ৪:১৭ এএম says : 0
    যুদ্ধ লম্বা কর, প্রভাবের মজা শুধু আমরা কেন তোমাদেরও নিতে হবে ।
    Total Reply(0) Reply
  • সাইমুম চট্টগ্রাম ৪ আগস্ট, ২০২২, ৪:১৭ এএম says : 0
    বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্তমান জ্বালানী সংকটের সাথে জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য পশ্চিমারাই দায়ী পশ্চিমারা একের অপরের বিরুদ্ধে কুটটার মতো কামড়াকামড়ি করছে আর রক্তাক্ত হচ্ছে বাংলাদেশের মত যুদ্ধ নয় শান্তির পক্ষের জোটনিরপেক্ষ দেশগুলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ