Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোলায় পুলিশী ন্যাক্কারজনক ঘটনায় সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ৭:১১ পিএম

আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পোষ্য পুলিশ কর্তৃক ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ আগস্ট) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে মিছিল নগরীর জিন্দাবাজার এলাকা থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশে সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব বলেন, ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্গিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।’
সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ‘ভোলায় আমাদের ভাইদের রক্ত ঝরেছে। একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের নির্দেশে পুলিশ এ ধরনের বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা নুরে আলম ও আবদুর রহিমের রক্ত বৃথা যেতে দিতে পারি না। নুলে আলম ও আবদুর রহিমের আত্মত্যাগকে ধারণ করেই এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সামনের দিকে এগিয়ে যাবে, আরও বেগবান হয়ে এ সরকারকে পরাজিত করতে হবে।’ সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও জেলা সদস্য সচিব মকসুদ আহমদ এর যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা সদস্য আখতার আহমদ, মহানগর সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, এডভোকেট সাঈদ আহমদ, মিজানুর রহমান নেসার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, জেলা সদস্য জিএম বাপ্পি, রায়হান আহমদ, মাসুক আহমদ, মহানগর সদস্য ইসহাক আহমদ। উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, গোয়াইনঘাটের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক মুন্না, বিয়ানীবাজার যুগ্ম আহ্বায়ক নুরুল কিবরিয়া, সাব্বির আহমদ, দক্ষিণ সুরমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন। ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মঈনুল ইসলাম, ১২নং ওয়ার্ড আহ্বায়ক লাহিন আহমদ, ২৩নং ওয়ার্ড আহ্বায়ক আখতার হোসেন বিরু, ৭নং ওয়ার্ড আহ্বায়ক শাহিন আজাদ খোকন, ২নং ওয়ার্ড আহ্বায়ক আদনান আহমদ, ২৭নং ওয়ার্ড আহ্বায়ক মঈন খান, ১২নং ওয়ার্ডে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল হক তুহিন, ২৩নং ওয়ার্ডে মিজান আহমদ, ২৪নং ওয়ার্ডের জাকুয়ান হোসেন, ১১নং ওয়ার্ডে ফিরোজ আহমদ, ৭নং ওয়ার্ডের কাওছার হোসেন খান, রাহাত আহমদ টিপু, ২নং ওয়ার্ডের রবিন আচার্য্য, ৩নং ওয়ার্ডের নাদিম হোসেন, ১৬নং ওয়ার্ডের মানিক খান। যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অর্জুন ঘোষ, মঈন আহমদ, শহিদুজ্জামান সুমন, আজিজুল হক আরজু, এম এ সালাম, সাহেদ আহমদ, বদরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আফজল খান পাপলু, আহমেদ শিপন, তাইফুর খান, ছবরুল ইসলাম নেফুর, হিবজুর বিশ্বাস রাজু, সাঈদ আহমদ দীপক, সুফিয়ান শাহ, রহমত আলী টিপু, আলী ইসলাম, এবি মজুমদার রনি, আশরাফ তালুকদার, রাকিবুল ইসলাম হারুন, আব্দুল মান্নান ইমন, মিনার আহমদ মিনহাজ প্রমুখ। বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ