Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খাঁটি মোমিন মুসলমান হওয়ার জন্য সোহবতে সালেহীনের বিকল্প নেই -ছারছীনার পীর ছাহেব

আজ বাদ জোহর আখেরী মোনাজাত

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছারছীনা সংবাদদাতা : ইসলাম আল্লাহর নিকট একমাত্র পছন্দনীয় ধর্ম। ইসলামের খাঁটি অনুসারীকে বলা হয় মুসলিম। শুধু নামে মুসলমান হলেই হবে না। বরং কর্মের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে খাঁটি মুসলমান হতে হবে। আর খাঁটি মুসলমান, খাঁটি মোমিনের জন্যই আল্লাহ তায়ালা তৈরি করেছেন চির সুখের স্থান জান্নাত। তাই খাঁটি মুসলমান হতে হলে আমাদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে জীবন গড়তে হবে। সোহবতে সালেহীন তথা সৎলোকের সাহচর্য ছাড়া কখনো আল্লাহওয়ালা হওয়া যাবে না। আল্লাহ বলেছেনÑ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও।
আমরা নবী-রাসূল, সাহাবায়ে কেরামদের পাইনি। পেয়েছি হক্কানী আাওলিয়ায়ে কেরাম। যাদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। অতএব আমাদেরকে তাদের সোহবতে এসে সিরাতুল মুস্তাকিমের পথে চলে সুন্দর জীবন গঠন করতে হবে।
গতকাল মঙ্গলবার ছারছীনা দরবার শরীফের ১২৬তম ইছালে ছওয়াব মাহফিলের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ নসিহত করতে গিয়ে পীর ছাহেব কেবলা একথা বলেন। কোরআন সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক আলোচনা করেনÑ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির ও হুজুর কেবলার বড় সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যথাক্রমে ড. মাওলানা সৈয়দ মুহা: শরাফত আলী, মাওলানা রুহুল আমিন ছালেহী, দ্বীনিয়া মাদরাসার মুদীর মাওলানা মাহমুদুম মুনীর হামীম, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মফিজ উদ্দিন, জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় মুবাল্লিগ মাওলানা হেমায়েত বিন তৈয়্যেবসহ অন্যান্য ওলামায়ে কেরাম।
পীর ছাহেব কেবলা আরো বলেন, বর্তমান ফেৎনা-ফাসাদের এই যুগে ঈমান-আকিদা বাঁচাতে হলে নিজ নিজ সন্তানকে দ্বীনিয়া মাদরাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে। পাশাপাশি নিজ এলাকায় দ্বীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন ইসলাম রক্ষা করতে দ্বীনিয়া মাদরাসার বিকল্প নেই।
আজ বাদ জোহর দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।



 

Show all comments
  • হাফিজুর রহমান ১৭ ডিসেম্বর, ২০১৮, ৪:২৬ এএম says : 0
    আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছারছীনার পীর ছাহেব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ