মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি ঝাং জুন বলেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ঝাং জুন বলেন, ‘এই ধরনের একটি সফর দৃশ্যত অত্যন্ত বিপজ্জনক, খুবই উস্কানিমূলক। যদি এমন একটি সফর ঘটে তবে এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও ক্ষুণ্ন করবে।’
কিছু বহিরাগত শক্তির সমর্থনে তাইওয়ানের পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঝাং জুন বলেন, স্বাধীনতার প্রতি তাইওয়ানের ঝোঁক আরও বাড়ছে। যদি আমরা এটি বন্ধে যথাযথ ও জোরালো পদক্ষেপ না নেই তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ঝাং জুন জোর দিয়ে বলেন, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য বেইজিং তার পক্ষে সম্ভব সবকিছু করবে।
এদিকে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে চীনের সেনাবাহিনী ‘অলস বসে থাকবে না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, পদমর্যাদা অনুযায়ী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ কর্মকর্তা। এমন পদমর্যাদার কারণে তাইওয়ানে তার সফরের গুরুতর রাজনৈতিক প্রভাব রয়েছে।
চীনা হুঁশিয়ারি উপেক্ষা করেই অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় তাইওয়ান যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। সোমবার দিন শেষে সূত্রের বরাত দিয়ে তাইওয়ানের একাধিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। স্থানীয় মিডিয়া বলছে, মঙ্গলবার রাজধানী তাইপেতে রাতযাপন করবেন মার্কিন স্পিকার।
লিবার্টি টাইমস পত্রিকা বলছে, এশিয়া সফর শুরুর আগেই বুধবার সকালে পেলোসির তাইওয়ানের পার্লামেন্টে যাওয়ার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ইউনাইটেড ডেইলি নিউজ জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্মকর্তাদের’ পেলোসিকে গ্রহণ করতে বলা হয়েছে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, পেলোসির ভ্রমণ পরিকল্পনা সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে তাদের কোনও মন্তব্য নেই। মিডিয়ার কাছে বলার মতো কোনও তথ্য তাদের কাছে নেই। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।