Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও দুটি মার্কিন এম৭৭৭ হাউইটজার ধ্বংস করেছে রুশ সেনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৭:২০ পিএম

রাশিয়ার সশস্ত্র বাহিনী স্টেপনোগর্স্ক, জাপোরোজিয়ে অঞ্চলের কাছে দুটি মার্কিন এম৭৭৭ হাউইটজার ধ্বংস করেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রতিনিধি লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ শনিবার বলেছেন।

‘দুটি আমেরিকান এম৭৭৭ হাউইটজার স্টেপনোগর্স্ক, জাপোরোজিয়ে অঞ্চলে ধ্বংস করা হয়েছে। এছাড়া কুর্দিউমোভকার বসতির চারপাশে উরাগান মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের একটি ব্যাটারি এবং গিয়াটসিন্ট-বি হাউইটজারের দুটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস করা হয়েছে,’ তিনি বলেন।

কোনাশেনকভের মতে, রাশিয়ান সশস্ত্র বাহিনী মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম গ্র্যাডের ছয়টি প্লাটুন, স্ব-চালিত আর্টিলারি সিস্টেম গোভোজডিকার দুটি ব্যাটারি এবং ডি-২০ এবং ডি-৩০ বন্দুকের সাতটি আর্টিলারি প্লাটুনকে দমন করেছে।

এর আগে রুশ সেনা মার্কিন হিমারস রকেট সিস্টেমের কয়েকটি ইউনিট ও ড্রোন পরিচালনার জন্য একটি রিলে সেন্টার ধ্বংস করেছে। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ সেনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ