বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের বাগাতিপাড়ার তালতলা বিলপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে মারিয়া আক্তার (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার মিশ্্রপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শেণীর শিক্ষার্থী। রবিবার (৩১জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, নিহত মারিয়া ওই গ্রামের ভাড়াটি মাছ ব্যবসায়ী মোজাহারুল ইসালম মাছুমের সৎ মেয়ে।বাড়িতে শয়নকক্ষের সিলিং এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মারিয়া। পুলিশ ঘটনাস্থলে গিয়ে “ আমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি চাই না এর জন্য বাবা কোন বিপদে পড়–ক। বাবা সে আমার জন্য অনেক করেছে। নিজের বাবার থেকেও বেশি আদর করেছে।” ভিকটিমের নিজ হাতে লিখা একটি সুইসাইড নোট ও লাস উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ।
আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আইনী প্রক্রয়া গ্রহণকরা হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।