Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিরিয়ায় সশস্ত্র বাসিন্দা ও সরকারি অনুগত বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৮:৪৩ পিএম

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে সশস্ত্র বাসিন্দা এবং সরকারি নিরাপত্তা সংস্থার সাথে সংশ্লিষ্ট সংঘবদ্ধ চক্রের সদস্যদের বিরল সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই সংঘাতে আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।
ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, মঙ্গলবার ও বুধবার প্রদেশের দুটি গ্রামের সংঘর্ষে সরকারি অনুগত একটি গোষ্ঠীর ১০ জন ও সাতজন স্থানীয় বাসিন্দা মারা গেছেন। যদিও একদিন আগে এই সংখ্যা ছিল ১০।
সিরিয়ান এই মানবাধিকার সংস্থা বলেছে, সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ২০১১ সাল থেকে সিরিয়ার বেশিরভাগ অঞ্চল সংঘর্ষ-সংঘাতে প্রায় ধ্বংস হয়ে গেলেও প্রদেশটির পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটায় সম্প্রতি এই প্রদেশেও বিক্ষিপ্ত সমাবেশ হয়েছে।
ওই প্রদেশের স্থানীয় সশস্ত্র একটি গোষ্ঠী সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে অপহরণ ঘিরে সোমবার থেকে উত্তেজনা বেড়ে যায়। স্থানীয় গণমাধ্যম সুওয়াইদা টোয়েন্টিফোরের প্রধান ও সমাজকর্মী রায়ান মারুফ বলেন, সরকার-সমর্থিত যোদ্ধাদের নির্বিচারে সাধারণ মানুষকে আটক, যত্রতত্র রাস্তা অবরোধ এবং মুক্তিপণের দাবিতে অপহরণের মতো ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্রমবর্ধমান হতাশা তৈরি হয়েছে।
রয়টার্সকে তিনি বলেছেন, অত্যন্ত আকস্মিকভাবে এই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি আক্রান্ত হয়েছে। এসব ঘাঁটিতে ভারী অস্ত্র রয়েছে। সুইদার স্বাস্থ্য অধিদপ্তরের মতে, সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স, আলজাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ