গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ময়মনসিংহের গৌরীপুর কলতাপাড়া বাজারে ২৮ জুলাই বৃহস্পতিবার বিকালে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। এসময় এস কে এস প্রোডাক্টস নামে মুড়ির কারখানাকে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার ও নষ্ট চালের উপস্থিতি পাওয়ায় ২৫,০০০/- জরিমানা করা হয়েছে। অপরদিকে আরেকটি জুস কারখানায় ঘন চিনি, নন ফুড গ্রেড কালার ও ফ্লেবার সহ বিভিন্ন ক্ষতিকর কেমিকেল পাওয়া যায়। আম ও লিচুর জুস তৈরি হচ্ছে, প্যাকেটে লেখা আছে ম্যাংগো পাল্প ও লিচু ব্যবহার করা হচ্ছে। কিন্তু কোথাও আম বা লিচু পাওয়া যায়নি। এছাড়া কারখানার ঠিকানা ভুল দেওয়া আছে। তাদের প্রোডাক্ট এর মোড়ক প্রাণ কোম্পানির ফ্রুটো এবং লিচুর মত। কারখানার মালিকের সাথে যোগাযোগ করা যায়নি। সকল প্রোডাক্ট ২টি রুমে তালাবদ্ধ করে কারখানাটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় ইউপি মেম্বার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে মালিককে অফিসে যোগাযোগ করার নোটিশ দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।