Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ৫০ টি চায়না জালে অগ্নিসংযোগ

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৬:২০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫০ টি চায়না দুয়ারি জালে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ জালে অগ্নিসংযোগ করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ইমরুল কায়েস, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার বাড়ৈ সহকারী মৎস্য অফিসার মোঃ আনিসুর রহমান প্রধান ও অফিস সহায়ক তৈমুর হাওলাদার সহ মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কদমবাড়ি ও কাফুলাবাড়ি বিলে অবৈধ চায়না মেজিক ও কারেন্ট জাল উদ্ধারে অভিযান চালায় মৎস্য দপ্তর। সাড়াদিন দুইটি বিলে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা মুল্যের ৫০ টি চায়না দুয়ারি জাল উদ্ধার করে উপজেলা পরিষদ মাঠে অগ্নিসংযোগ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ইমরুল কায়েস বলেন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিসংযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ