মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মসজিদে অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ২৪ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার মার্কিন ওই আদালত বলে, বিদ্বেষ এবং হিংসা থেকে অভিযুক্ত ওই ব্যক্তি মসজিদে আগুন দিয়েছিলেন। খবর আল জাজিরা।
২০১৭ সালের ২৮ জানুয়ারি হোস্টন থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভিক্টোরিয়া ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগ করেন দণ্ডপ্রাপ্ত মার্ক পেরেজ (২৬)। মসজিদে অগ্নিসংযোগের এই ঘটনাকে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রতি বাড়তে থাকা বিদ্বেষের অংশ হিসেবে দেখছে ইসলামিক মানবাধিকার সংস্থাগুলো।
ভিক্টোরিয়া ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগের দায়ে ওই বছরের জুলাইয়ে আদালতে দোষী সাব্যস্ত হন পেরেজ। মার্কিন বিচার বিভাগ বলছে, নিবন্ধনবিহীন ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহার করে অন্য একটি ঘটনায় বিদ্বেষমূলক অপরাধের সঙ্গেও সংশ্লিষ্টতা পাওয়া গেছে মার্ক পেরেজের।
রায় ঘোষণার সময় আদালতের জ্যেষ্ঠ বিচারক জন রেইনি বলেন, হেইট ক্রাইম আমাদের সমাজের জন্য এক ধরনের ক্যান্সার এবং এই অপরাধ সহ্য করা হবে না। অভিযুক্ত মার্ক পেরেজকে ২৪ বছর ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন তিনি। টেক্সাসের ফেডারেল আদালতে এক সপ্তাহ ধরে চলমান এই মামলার যুক্তি-তর্কের সময় বিচারক বলেন, এ অপরাধ সোজাসুজি বিদ্বেষ থেকে ঘটানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।