Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যুদন্ড

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় এক ব্যক্তিকে মৃত্যুদ- দেয়া হয়েছে। এই ঘটনায় ১৮ জন প্রাণ হারায়। কর্তৃপক্ষ এ কথা জানায়। চীনের উত্তরাঞ্চলীয় প্রত্যন্ত এলাকা নিংক্সিয়ার রাজধানী ইংচুয়ানে জানুয়ারি মাসে মা ইংপিং (৩৪) নামের ওই ব্যক্তি বাসটিতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় ১৮ জনের প্রাণহানি ও আরো ৩২ জন আহত হয়েছে। নগর সরকার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, অগ্নিসংযোগের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদ- দেয়া হয়েছে। গত রোববার ইংচুয়ান ইন্টারমিডিয়েট পিপলস আদালতে এ রায় দেয়া হয়। মা তার অপরাধ স্বীকার করলেও বলেছেন, তিনি এই রাগের বিরুদ্ধে আপিল
করবেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যুদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ